ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

যশোরে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু


প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


যশোরে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জন বৃদ্ধ ও এক অন্তসত্তা নারী। তাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এছাড়া, মৃত দুজনের সংস্পর্শে আসা পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝিকরগাছা উপজেলার ২৪ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। রাতেই তার মৃত্যু হয়। চৌগাছা উপজেলার ৬০ বছর বয়সী এক বৃদ্ধ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় হাসপাতালে ভর্তি হন। শুক্রবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

যশোরের সিভিল সার্জন ডাঃ আবু শাহিন জানান, করোনা সন্দেহভাজন রোগী হিসেবে দুজনকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
 


   আরও সংবাদ