ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

শাহজালাল বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১


প্রকাশ: ১৮ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


শাহজালাল বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)।

রোববার (১৮ আগস্ট) বেলা একটায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জসিম উদ্দিন (৩৬)। জসীম নভোএয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ ৯৩৪) কক্সবাজার থেকে দুপুর পৌনে ১ টায় ঢাকায় আসেন। জসীম কক্সবাজার জেলার উখিয়া থানার গৌজ ঘোনা পালংখালী গ্রামের নুর আহমদের ছেলে। 

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জসীমকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেহ তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায় বানানো মোটা বেল্ট থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

আলমগীর আরো জানান, জসীম নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৪ যোগে সে ঢাকায় পৌছান।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


   আরও সংবাদ