প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে পুরো চৌগাছা উপজেলাকে লকডাউন ঘোষণা করেন।
এর আগে বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনম সেন্টারে চৌগাছার প্রথম করোনা রোগী হিসেবে এক নারী (৩৭) ও এক স্কুলছাত্র (১৩) পজেটিভ সনাক্ত হয়। পরিবার দুটির আপত্তির মুখে বুধবার দুপরে ওই দুই রোগীসহ পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এ সংবাদ লেখার সময় বিকাল ৪ টা পর্যন্ত পরীক্ষার রিপোর্ট এসে পৌছেনি।যবিপ্রবি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই রিপোর্ট পাওয়া যাবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয় ‘যশোর জেলার চৌগাছা উপজেলায় দুইজন করোনা ভাইরাস পজেটিভ ব্যক্তি সনাক্ত হয়েছে। সে প্রেক্ষিতে চৌগাছা উপজেলা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলো। বাইরের কোন ব্যক্তি চৌগাছা উপজেলায় প্রবেশ করতে পারবেন না এবং চৌগাছা উপজেলার কোন ব্যক্তি বাইরে বের হতে পারবেন না। মেডিকেল ইমার্জেন্সি ব্যতিত রিক্সা, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিসহ সকল গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরী সেবাদান কাজে নিয়োজিত যানবাহন ও জরুরী পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এই লকডাউনের সময়ে উপজেলা সকল প্রকার সাপ্তাহিক হাট-বাজার বন্ধ থাকবে। মুদিখানা, কাঁচাবাজার ও খাবারের দোকান সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং শুধুমাত্র ঔষধের দোকান সারাদিন খোলা থাকবে।
এর আগে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ অংশ নেন। সভা চলাকালীন সময়ে যশোরের জেলা প্রশাসক এম শফিউল আরিফ এবং পুলিশ সুপার এম আশরাফ হোসেন সভাস্থলে উপস্থিত হন। পরে তারা চৌগাছার দু’ করোনা রোগীর বাড়ি পরিদর্শন করে রোগী ও তাদের পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।