ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ময়মনসিংহে ১১ চিকিৎস সহ ৩৪ জন করোনায় আক্রান্ত


প্রকাশ: ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ময়মনসিংহে ১১ চিকিৎস সহ ৩৪ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগে প্রাণঘাতী করোনা এবার তার থাবা বসিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ময়মনসিংহ বিভাগে ১৮৮ পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ১১ চিকিৎসক, নার্স, ক্লিনারসহ ১৪ জন ও নগরীর চরপাড়ায় ১জন আক্রান্ত। 

এছাড়া জেলার মুক্তাগাছায়-২ জন, হালুয়াঘাটে -১ জন, ফুলবাড়িয়ায় -১ জন,ফুলপুরে-১ জন, ত্রিশালে-১ জনসহ জেলায় ২১জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে এ বিভাগের শেরপুর-১, নেত্রকোনা -৪ ও জামালপুরে-৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া টাঙ্গাইলে ১জন আক্রান্ত বলে জানিয়েছেন মমেক অধ্যক্ষ।


   আরও সংবাদ