ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

গানে গানে করোনা সচেতন করলেন চৌগাছার পু‌লিশ কর্মকর্তারা


প্রকাশ: ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


গানে গানে করোনা সচেতন করলেন চৌগাছার পু‌লিশ কর্মকর্তারা

যশোর থেকে খান সা‌হেব : যশোরের চৌগাছায় গানের সুরের সাথে নেচে গেয়ে র‌্যালি করে করোনা সচেতনতা প্রচার চালিয়েছে থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় চৌগাছা শহরে এই প্রচারণা চালায় চৌগাছা থানার পুলিশ সদস্যরা।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীবের নেতৃত্বে থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এই র‌্যালিতে অংশ নেন। সন্ধ্যা ছয়টার দিকে চৌগাছা থানা থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক হয়ে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে গানের তালে নেচে গেয়ে পথচারি ও দোকানিদের সচেতন করেন তারা। ভাস্কর্য মোড়ে এসে থানার ওসি রিফাত খান রাজীব সচেতনতামূলক আলোচনা করেন।

এস আই বজলুর রহমান গানের মূল শিল্পী হিসেবে গান পরিবেশন করেন। অন্যরা তার সাথে সুর মিলিয়ে সহশিল্পী হিসেবে নিত্যের ভঙ্গিমায় র‌্যালি করেন।

এসময় ওসি (তদন্ত) এনামুল হক, এসআই বজলুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায়, এসআই শাহিনুর রহমানসহ থানার এসআই, এএসআই ও অন্য পুলিশ সদস্যরা এই র‌্যালিতে অংশ নেন।


   আরও সংবাদ