ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি পিপিই দিল মিজানুর


প্রকাশ: ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি পিপিই দিল মিজানুর

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টি পিপিই প্রদান করেছেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান। 

সোমবার দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহারের নিকট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য এ পিপিই হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আলী হোসেন মোদন, আনিচুর রহমান হিরু খান, চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউনুচ আলী ও এম এ ছালাম, বিএনপি নেতা মোস্তাক আহমেদ, আলী কদর, তরিকুল ইসলাম ডবলু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, যুবদল নেতা মেহেদী, আলম হোসেন, লিটন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দীন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, চৌগাছা সরকারি কলেজের ছাত্রদল নেতা মেহেরান হাসান জিতু, জসিম উদ্দীন প্রমুখ।


   আরও সংবাদ