ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

জামালপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ১৮৫ বস্তা চাল উদ্ধার


প্রকাশ: ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


জামালপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ১৮৫ বস্তা চাল উদ্ধার

জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে এক ব্যবসায়ীর গুদাম থেকে  ১৮৫ বস্তায় ৯ হাজার ২৫০ কেজি সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ইসলামপুরে গুঠাইল বাজারে নন্দু নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।

ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ইসলামপুরের গুঠাইল বাজারের ব্যবসায়ী নন্দুর গুদামে সরকারি চাল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। 

এসময় গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১৮৫ বস্তায় মোট ৯ হাজার ২৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। অভিযানকালে গুদাম মালিক নন্দু মিয়াকে পাওয়া যায়নি বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


   আরও সংবাদ