ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

দুই সম্পাদকের নামে মামলা, এলআরএফ উদ্বেগ প্রকাশ


প্রকাশ: ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


দুই সম্পাদকের নামে মামলা, এলআরএফ উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার : ‘চাল চুরির সংবাদ প্রকাশের জেরে’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় উদ্বেগ প্রকাশ করেছে আইন, আদালত ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

সোমবার (২০ এপ্রিল) সংগঠনের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন। 

বিবৃতিতে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

শনিবার (১৮ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ‘চাল চুরির সংবাদ প্রকাশের জেরে’ ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি করেন। মামলায় অপর দুজন হলেন-শাওন আমিন ও রহিম শুভ।


   আরও সংবাদ