ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন


প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন বেড়তলাস্থ জামিয়া রাহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকাল দশটায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আল্লামা জুবায়ের আনসারী'র জানাজায় লোক সমাগমের ঘটনা তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) কে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম কর্মকর্তা উপ-মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

কমিটির অপর দুই সদস্য হলেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)।

কমিটিকে আগামী ২২ এপ্রিল মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, উক্ত ঘটনায় ইতোমধ্যে সরাইল থানার অফিসার ইন চার্জ এবং সার্কেল এএসপিকে প্রত্যাহার করা হয়েছে।


   আরও সংবাদ