প্রকাশ: ৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর বাসাবো এলাকায় সিএনজির ধাক্কায় আনোয়ার হোসেন স্বপন (৩৯) নামের এক সিআইডির সহকারী উপ-পরিদর্শক এএসআই এর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সকাল ৭টায় বাসাবো এলাকায় হেঁটে যাওয়ার পথে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে রাজার বাগ পুলিশ হাসপাতাল সেখান থেকে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সন্ধা ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন বদরুন্নেসা জানান, সকালে বাসাবো এলাকায় হাটতে গিয়ে সিএনজির ধাক্কায় আহত হন। খবর পেয়ে আমরা মেডিকেলে আসি চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় সে মারা যায়।
সবুজবাগ থানা উপ-পরিদর্শক এসআই সালাউদ্দিন জানান, বাসাবো এলাকায় সিএনজির ধাক্কায় আহত হন পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাসাবো এলাকার দুর্ঘটনার নির্ধারিত স্থান এখনো জানা যায়নি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার হামজা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। দুই সন্তানের জনক তিনি। বর্তমান বাংলাদেশ পুলিশ সিআইডি ঢাকা কর্মরত ছিলেন।