ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু


প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, বিশ্ব আজ করোনা ভাইরাসের হুমকিতে। মানব সভ্যতা হুমকির মুখোমুখি। তবু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধানকে সমুন্নত রাখতে রাষ্টপতি এই অধিবেশন আহ্বান করেছেন। তবে এই অধিবেশন হবে সংক্ষিপ্ত।

এরপর তিনি শোক প্রস্তাব উপস্থাপন করেন। শোক প্রস্তাব উপস্থাপনের পর চলতি সংসদের পাবনা-৪ আসনের প্রয়াত এমপি শামসুর রহমান শরিফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু হয়। এই আলোচনার পরই জাতীয় সংসদের এ অধিবেশন সমাপ্তি হবে বলেও জানান স্পিকার।


   আরও সংবাদ