ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালিগঞ্জে দূর্নীতি প্রতিরোধে রচনা ও বিতর্ক প্রতিযোগীতা


প্রকাশ: ৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


কালিগঞ্জে দূর্নীতি প্রতিরোধে রচনা ও বিতর্ক প্রতিযোগীতা

কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : কালিগঞ্জ উপজেলায় নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার সততা সংঘের আয়োজনে ও দূর্নীতি দমন কমিশন খুলনা এর সহযোগীতায়  বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

বুধবার (৭ আগস্ট) সকালে দূর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক প্রতিযোগীতা ও হাম, নাথ ইসলামী সংগীত অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব একে মুনসুর আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমজাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিউল্লাহ হাবিবী, অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক আলহাজ্ব আবুল ফজল, অনুষ্ঠানে রচনা, বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।


   আরও সংবাদ