ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাংবিধানিক পদধারীদের প্রটোকল দেয়ার নির্দেশ হাইকোর্টের


প্রকাশ: ৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


সাংবিধানিক পদধারীদের প্রটোকল দেয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের বিচারপতিসহ সাংবিধানিক পদধারী ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম অনুযায়ী আগের মত প্রটোকল দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালতের খরব পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে সর্তক ও সজাগ থাকতে বলেছেন আদালত।  

বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত রিট আবেদনের নিষ্পত্তি করে  বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। 

জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রটোকল সংশ্লিষ্টদের আগের মতোই এ প্রটোকল দিতে বলা হয়েছে।

এর অাগে গত ৩১ জুলাই ‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভিআইপি নন, হাইকোর্টের একটি বেঞ্চের এই মন্তব্যকে কোন কোন গণমাধ্যমে আদালতের আদেশ বলে প্রচার করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এমনকি সাংবিধানিক পদধারী ব্যক্তিদের  প্রটোকল দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টরা দ্বিধাদ্বন্দে পড়েন।

এ অবস্থায় আজ হাইকোর্টে রিট করেন আইনজীবী শাহিনুর রহমান।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একরামুল হক টুটুল। তাকে সহযোগিতা করেন আইনজীবী মামুন মাহবুব ও তাপস কুমার বিশ্বাস।


   আরও সংবাদ