ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

সারাদেশে ৬৪টি জেলা প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য প্রস্তুত : মহাপরিচালক


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সারাদেশে ৬৪টি জেলা প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য প্রস্তুত : মহাপরিচালক

স্টাফ রিপোর্টার : দেশের জেলা ও উপজেলায়  ৪৮৮ টি প্রতিষ্ঠান কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের রোগীদের তাৎক্ষণিকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের সেবা প্রদান করা যাবে ২৬ হাজার ৩৫২ জনকে। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয় গত ২৪ ঘন্টায় আইসোলেশন ৭১ জন। বর্তমানে রয়েছে ৪৩৩ জন। 

তিনি বলেন, কোভিড-১৯  সংক্রমণের চিকিৎসা ব্যবস্থাপনা ও হাসপাতাল সংক্রমণ এবং নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক রয়েছে ৩,৬২৫ জন, নার্স রয়েছে ১,৩১৪ জন। 

তিনি আরও জানান, বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় করোনা কভিড-১৯ সনাক্ত ১ হাজার ৭৮০ জন, মৃত্যু হয়েছে ৬৩ জনের। মোট সনাক্ত ১৮ হাজার ৬৬৩আর মৃত্যু  ৮২৯ জনের। আর সারা বিশ্বে ৭১ হাজার ৭৭৯ জন সনাক্ত, মৃত্যু ৫,৩৬৯ আর বুধবার পর্ষন্ত সনাক্ত ১৮ লাখ ৪৪ হাজার ৮৬৩ জন, আর মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ০২১ জনের বলে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।


   আরও সংবাদ