প্রকাশ: ৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ'র চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, সাংবাদিক সাজেদুল হক সাজু, কুশুলিয়া ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য আব্দুল হাকিম, শহিদুর রহমান বাবু প্রমুখ।
কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম জানান কুশুলিয়া ইউনিয়ন পরিষদে ৫ হাজার ১৯ জনের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, সাংবাদিক সাজেদুল হক সাজু, দক্ষিণ শ্রীপুর ইউপি সচিব আলকাজ আলী, ইউপি সদস্য মিলন হোসেন, আব্দুল খালেক, মনিরুল ইসলাম, হাবিবুল্লাহ গাজী পুটু, ছবিলার রহমান, মহিলা সদস্যা মমতাজ বেগম ও রফিকা বেগম।
এই দিনে বিষ্ণুপুর, কৃষ্ণনগর, চাম্পাফুল, নলতা, তারালী, ভাড়াশিমলা, রতনপুর, মথুরেশপুর, মৌতলা ইউপিতে ভিজিএফের চাউল বিতরণ করা হয়।