ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাংবাদিকদের করোনা পরীক্ষায় বিশেষ ব্যবস্থা বঙ্গবন্ধু মেডিকেলে


প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সাংবাদিকদের করোনা পরীক্ষায় বিশেষ ব্যবস্থা বঙ্গবন্ধু মেডিকেলে

স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের কারও করোনা সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হলে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীতে তার সরকারি বাসভবনে সীমিতসংখ্যক সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ড. হাছান বলেন, আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোন সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয় তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

হাছান মাহমুদ বলেন, জরুরী সেবা নিশ্চিত করতে সাংবাদিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। সেই সংগে সকল গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ করারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।


   আরও সংবাদ