প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
গাজীপুর সংবাদদাতা : গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। অনিয়মের অভিযোগ উঠায় তাকে ক্লোজ করা হয়।
সোমবার (১৩-এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়াটার্র আরিফুল হকের আদেশে তাকে ক্লোজ করা হয়। আদেশে বলা হয়েছে, কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে জিএমপি’র হেডকোয়ার্টার লাইনে সংযুক্ত করা হলো।
পুলিশের একটি সূত্রে জানায়, এসআই সাইফুল বিনা কারণে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে জোরপূর্বক টহল পুলিশের গাড়িতে তুলেন। পরে তাকে মাদকের অপবাদ দিয়ে এক লাখ টাকা দাবি করেন। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও একটি ব্যাংক চেক দফারফা করে ছেড়ে দেন। পরে বিষয়টি নিয়ে একাধিক অনলাইন নিউজ পোটালে প্রকাশ হলে সোমবার তাকে ক্লোজ করে হেডকোয়ার্টার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
তবে জিএমপি’র পুলিশের ডিসি হেডকোয়ার্টার আরিফুল হক বলছেন, একটি অনিয়মের কারণে তাকে ক্লোজ করা হয়েছে। তদন্ত করে পুলিশ আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।