ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঢামেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু


প্রকাশ: ৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ঢামেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে আওলাদ হোসেন (৩২) গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে।

বুধবার (৭ আগস্ট) ভোর ৪.২০ মিঃ তিনি মারা যান বলে জানা গেছে ঢামেক সূত্রে।

মৃতের মামা আক্তার হোসেন জানান, গত ৫ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াই টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু সে আজ সকালে ভোররে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রসাশন) ডাঃ নাছির উদ্দিন জানান এই পর্যন্ত্য ১৮ জনের মৃত হয়েছে।

মৃতের নাম আওলাদ হোসেন গার্মেন্টস ব্যবসায়ী। পিতা তোফাজ্জল হোসেন। মুন্সিগঞ্জ কসবা সদর।


   আরও সংবাদ