ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

আরও এক সাংবাদিক করোনায় আক্রান্ত


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


আরও এক সাংবাদিক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশের (ক্র্যাব) সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক নেতা ও একটি পত্রিকার সিনিয়র রিপোর্টার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।

ওই সাংবাদিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে গলাব্যথা, জ্বর, সর্দি, কাশি। 

একপর্যায়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষা করালে শুক্রবার (১০ এপ্রিল) সকালে সেখান থেকে ফোন করে তারা জানান আমার করোনা পরীক্ষায় পজেটিভ। তাদের পরামর্শে এখন বাসায় অবস্থান করছি। যদিও বা আমি বেশ কয়েক দিন আগে থেকে বাসায় আছি।

সবার কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করে তিনি বলেন, দুই মেয়ে ও স্ত্রীসহ আমরা ঢাকার বাসায় আছি। তবে আমি আলাদা রুমে অবস্থান করছি। আপনারা দোয়া করবেন।


   আরও সংবাদ