ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ছাড়লেন আজ


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ছাড়লেন আজ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আটকে পড়া ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) তারা বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক এক বার্তায় জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ঢাকার জার্মান দূতাবাসের সহায়তায় ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ত্যাগ করেছেন। 

বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বাংলাদেশ বিমান ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আজ শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ ও ঢাকার ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ