প্রকাশ: ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
গাজীপুর সংবাদদাতা : গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে খাদ্য সহায়তা দিলেন ইমন প্যাকেজিংয়ের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি ইসমাইল হোসেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কোনাবাড়ি হরিণাচালা এলাকায় নিজ ভবনে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে বন্দী হওয়া কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সাড়ে আট’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ইসমাইল। দিনমজুর গরীব দুঃখি মানুষদের চাল, আলু, পিঁয়াজ ও একটি করে সাবান সহায়তা করেন।
এর আগে তিনি হরিলাচালা এলাকায় অসহায় মানুষদের একটি তালিকা তৈরি করেন। পরে তা বাড়ি বাড়ি ওই সব খাদ্য তালিকা অনুযায়ী দলীয় নেতা কর্মীদের মাধ্যমে বুঝে দেয়া হয়।
এসময় আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন হেলু, সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন, যুবলীগ নেতা জাকির হোসেন জয়, মারুফ দেওয়ান, কোনাবাড়ি থানা মটরচালক লীগের সভাপতি মুনজুরুল আলম, কোনাবাড়ি থানা ছাত্রলীগ নেতা রাকিব হোসেন, হারুন অর রশিদসহ অনেকেই উপস্থিত থেকে সহায়তা করেন।