ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালিগঞ্জে ওয়াপদা'র স্লূইসগেটে ভাঙ্গন, আতংকে এলাকাবাসী


প্রকাশ: ৫ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


কালিগঞ্জে ওয়াপদা'র স্লূইসগেটে ভাঙ্গন, আতংকে এলাকাবাসী

কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : কালিগঞ্জ উপজেলা পাউবো অফিসের পাশেই স্লূইসগেটে ভাঙ্গন দেখা দিয়েছে। বাঁধ ছিদ্র হয়ে ঢুঁকছে পানি। আতংকে শতশত পরিবার। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করেন এলাকাবাসী। 

সোমবার (৫ আগষ্ট) বিকালে গিয়ে দেখাগেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কালিগঞ্জ অফিস সংলগ্নে স্লুইসগেট এর পাশ দিয়ে ছিদ্র হয়ে নদীর পানি প্রবাহিত হওয়ায় হুমকির মুখে পড়েছে। তারালী মোড় থেকে হাসপাতাল হয়ে খানজিয়া কার্পেটিং সড়কটি। পাশাপাশি ভাড়াশিমলা ইউনিয়নের শতশত বিঘা জমির ফসল, ঘেরভেঁড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে এলাকাবাসি।

এগিয়ে আসেনি পাউবো কর্তৃপক্ষ। পাউবো অফিসে গিয়ে কাউকে দেখা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে যাওয়ার জন্য একমাত্র সড়ক এটি । এ সড়ক যদি  ভেঙ্গে যায় তাহলে বিস্তর এলাকা প্লাবিত হওয়ার সাথে সাথে  চরম ভোগান্তিতে পড়বে চিকিৎসা নিতে আসা লোকজন। তাই যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।


   আরও সংবাদ