ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসান আর নেই


প্রকাশ: ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসান আর নেই

স্টাফ রিপোর্টার : সাবেক শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জাফরুল হাসান আর নেই।

দীর্ঘদিন যাবত কিডনি ও নানা রোগে আক্রান্ত অবস্থায় সোমবার দুপুর ১২ টা ১০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। 

এর আগে গত ১৩ মার্চ অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।

জাফরুল হাসানে মেয়ে তিমা হাসানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এসব এ তথ্য জানিয়েছেন।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


   আরও সংবাদ