ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড


প্রকাশ: ১ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড

গাজীপুর সংবাদদাতা: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছেন।

বুধবার (১লা-এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

প্রথমে কাশিমপুরের (ডিবিএল) এর ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনা স্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরো দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানায়, বুধবার সকালে নগরীর কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের টিনশেড ভবনে আগুন লাগে। তা মুহূর্তেই কারখানায় ছড়িয়ে পড়ে।  এ সময় খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুরের ডিবিএলসহ ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সংবাদ লেখা পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।


   আরও সংবাদ