ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঈদুল আজহা ১২ আগস্ট


প্রকাশ: ৩ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ঈদুল আজহা ১২ আগস্ট

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল ৩ আগস্ট জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১২ আগস্ট সোমবার।

আজ শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় অনুষ্ঠিত হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১১ আগস্ট। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

এবারের ঈদুল ফিতরের ঈদ উদযাপনের তারিখ নিয়ে ব্যাপক জটিলতার প্রেক্ষিতে ঈদুল আজহার চাঁদ দেখার সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হয়।


   আরও সংবাদ