ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

সিঙ্গাপুরে আটকে পড়াদের হাইকমিশনে যোগাযোগের অনুরোধ


প্রকাশ: ৩১ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সিঙ্গাপুরে আটকে পড়াদের হাইকমিশনে যোগাযোগের অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক : করোনা ভাইরাস পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় বেশকিছু বাংলাদেশী বর্তমানে সিঙ্গাপুরে আটকে পড়েছেন। আটকে পড়াদের সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের বিমান যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় কিছু বাংলাদেশী নাগরিক আটকে পড়েছেন বা দেশে পৌঁছাতে পারছেন না বলে হাইকমিশন অবগত হয়েছে। বাংলাদেশ সরকারের বিবেচনার্থে আটকে পড়া/দেশে ফিরতে আগ্রহী ব্যক্তিদের সংখ্যা জানা প্রয়োজন।

‘আগ্রহী নাগরিকদের বর্তমান ঠিকানা, স্থানীয় টেলিফোন নম্বর ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য উল্লেখ করে হাইকমিশনের ই-মেইলে (mission.singapore@mofa.gov.bd) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।


   আরও সংবাদ