ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বোরহানউদ্দিনে আ'লীগ নেতার ছেলের হাতে সাংবাদিক লাঞ্ছিত


প্রকাশ: ৩১ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বোরহানউদ্দিনে আ'লীগ নেতার ছেলের হাতে সাংবাদিক লাঞ্ছিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে নাবিল মোবাইল চোর ও ছিনতাইয়ের মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরীকে বেধরক মারধর করে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৯ টায় মোবাইল করে ডেকে নিয়ে উপজেলার রাজমনি সিনেমা হলের সামনে মারধর করে গুরুতর আহত করেছে। 

উক্ত ঘটনায় স্থানীয় লোকজন তাকে নাবিলের হাত থেকে ছাড়িয়ে নেয়। এসময় হামলারকারী নাবিল নিজের মোবাইল চোর বলে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

করোনার কারণে গরিবের নামে বরাদ্দকৃত চাল রাতের আধারে চুরি করে। পরে এই চালের ঘটনাটি উপজেলা ইউএনও'কে সাংবাদিক সাগর চৌধুরী জানায় এতে ক্ষিপ্ত হয়ে এই হামলা চালানো হয়।

নির্যাতিত সাংবাদিক বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ সাংবাদিকের মামলা নেয়নি। বোরহানউদ্দিন হাসপাতালেও ভর্তি নেয়নি পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সভাপতি আর চেয়ারম্যানের প্রভাবে থানা পুলিশ দিশেহারা।

বোরহানউদ্দিন প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ এই হামলার তিব্র নিন্দা জানাই এবং সেই সাথে সাংবাদিক সাগর চৌধুরীর উপরে সন্ত্রাসী হামলাকারী নাবিলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছে।


   আরও সংবাদ