প্রকাশ: ২৯ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ধান ক্ষেতের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি (আমতলী) বাজারের পশ্চিমে ধান ক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, যুবকটিকে অন্য কোথাও হত্যা করে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। ভেসে ওঠার কারণে গত রাতে দুর্বৃত্তরা হয়ত ওই ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। মরদেহটির বিষয়ে কোনো তথ্য বা পরিচয় এখনো মেলেনি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, মামলার প্রক্রিয়াসহ মরদেহটি মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।