ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ক্রিকেটে বড় আয়োজন


প্রকাশ: ২৬ মার্চ, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ক্রিকেটে বড় আয়োজন

   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী বছর। ২০২১ সালে হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই দুই বড় উপলক্ষ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিশেষ কিছু করার চিন্তা করছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল স্বাধীনতা দিবস ক্রিকেট দেখতে এসে সেই চিন্তার কথাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আছে। তার পরের বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এটাকে উপলক্ষ করে আমরা এখন থেকেই পরিকল্পনা করছি। ইতিমধ্যে এটা নিয়ে কথাবার্তাও বলছি। আমরা এমন কিছু করতে চাচ্ছি, সারা পৃথিবীর যারা ক্রিকেট দেখে, তারা যেন সেটি একসঙ্গে বসে দেখতে পায়।’

পরিকল্পনাটা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও বোর্ড সভাপতির কথায় আভাস, বিশ্ব ক্রিকেটের তারকাদের নিয়ে এক বা একাধিক ম্যাচ আয়োজন করেই উপলক্ষটা উদ্যাপনের পরিকল্পনা। তিনি বলেছেন, ‘এ ধরনের কিছুই (বিশ্ব একাদশের ম্যাচ)। তবে সবকিছু নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। সবগুলো দেশকে পাওয়া খুব কঠিন। ব্যস্ত সূচির কারণে খেলা নেই, এমন দেশ পাওয়া খুব কঠিন। হতে পারে যতটা সম্ভব বেশি দেশ থেকে খেলোয়াড় এনে একটা প্রতিনিধিত্বমূলক ম্যাচ খেলা এবং আইসিসি থেকে ওটার স্বীকৃতি নেওয়া। এ নিয়ে এর মধ্যেই আমরা আইসিসিকে চিঠি লিখেছি।’

জোরেশোরে মাঠে নামার আগে আইসিসির অনুমোদনের অপেক্ষায় আছেন নাজমুল, ‘যেহেতু বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে, এখন কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রথমে আমরা চাচ্ছি আইসিসির স্বীকৃতি। তাহলে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। পরের কাজ হচ্ছে বড় বড় দেশ-ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড...এদের অংশগ্রহণ নিশ্চিত করা।’


   আরও সংবাদ