প্রকাশ: ৩ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ জুলাই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন তেজগাঁও এলাকার বাসিন্দা মরিয়ম। তার একদিন পর ডেঙ্গুতে আক্রান্ত হন তার শিশু কন্যা সুমাইয়া। চারদিন চিকিৎসার পর বৃহস্পতিবার মারা যান মরিয়ম। তার দাফন শেষ করেই এখন হাসপাতালের বিছানায় মেয়েকে সামাল দিচ্ছেন বাবা শফিকুল।
থেমে থেমে কাঁদছেন বাবা, কাঁদছে মেয়েও। হৃদয়বিদারক এ দৃশ্য এবারের ডেঙ্গুর ভয়াবহতাকেই যেন চিনিয়ে দেয়। একটি সুখের সংসার তছনছ করে দিয়ে গেলো মহামারি ডেঙ্গু। মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন তা জানেন না বাবা!
শুক্রবার হাসপাতালে মায়ের বিছানাতেই ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে দেখা যায় মেয়েকে। নিজের স্ত্রীকে নিয়েও শোক করার সময় নেই। কারণ মেয়ে এখনো সুস্থ হয়নি।
শফিকুল জানান, তাদের পৈতৃক বাড়ি সোনারগাঁও হলেও তারা থাকেন তেজগাঁও বেগুনবাড়িতে। এখানেই ডেঙ্গুতে আক্রান্ত হন তার স্ত্রী। এর একদিন পর মেয়েও আক্রান্ত হয়। বৃহস্পতিবার তার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার ঢাকায় দাফন শেষে তিনি আবার ফিরে আসেন হাসপাতালে মেয়ের কাছে।