ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ চৈত্র ১৪৩২, ২০ জ্বমাদিউল সানি ১৪৪৭

ডেঙ্গু মোকাবেলায় বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা


প্রকাশ: ২ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ডেঙ্গু মোকাবেলায় বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু মোকাবেলায় ঢাকা মহানগর উত্তরকে পাঁচটি ভাগে ভাগ করে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার (২ আগস্ট) বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের বিদ্রোহী নেতাদের এক বৈঠকে এ কর্মসূচি গ্রহন করা হয়।

বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথের কর্মসূচি, দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনকে শক্তিশালী
করতে বিভিন্ন সিদ্ধান্ত নেন নেতারা।

সংগঠনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, ফেরদৌসি আহমেদ মিষ্টি, শামীম পরভেজ, সোহেল রহমান, আলতাফ মোল্লা, ভিপি হানিফসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ