ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্রিকেটার রুবেল


প্রকাশ: ২৬ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্রিকেটার রুবেল

বিশেষ প্রতিবেদক : দেশে করোনাভাইরাস এর আক্রমণের সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, মাস্ক এর দাম বৃদ্ধি করে দিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী। লোভী ব্যবসায়ীদের ধিক্কার জানিয়ে কয়েকদিন আগে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছিলেন ক্রিকেটার রুবেল হোসেন।

শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বসে থাকেননি এই ক্রিকেটার। দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে পাশে দাড়িয়েছেন অসহায় মানুষদের। গতকাল সন্ধ্যায় পিকআপ ভর্তি খাদ্য-সামগ্রী নিয়ে মিরপুরের কিছু এলাকায় বিতরণ করেন।

তিনি গতকাল মোট ২১৫ প্যাকেট খাদ্য-সামগ্রী বিতরণ করেন। প্রতি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, আলু, ডাল, লবণ, তেল ও সাবান।

দেশের এই কঠিন পরিস্থিতিতে বিত্তবানদের অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান করেন তিনি। আমাদের দেশে অনেক মানুষ দিনমজুর, রিকশা চালক, ভিক্ষুক আছেন, যারা বর্তমানে খুবই অসহায়। 

সরকারের পাশাপাশি বিত্তবানরা যাঁর যাঁর অবস্থান থেকে এগিয়ে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।


   আরও সংবাদ