ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ চৈত্র ১৪৩২, ২০ জ্বমাদিউল সানি ১৪৪৭

এডিস মশার বংশবিস্তার রোধে ডিএনসিসির অভিযান


প্রকাশ: ২ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


এডিস মশার বংশবিস্তার রোধে ডিএনসিসির অভিযান

স্টাফ রিপোর্টার : এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শুক্রবার (২ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গুলশান-২ এ ৫টি নির্মাণাধীন ভবন, হাসপাতাল ও দপ্তরকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী সর্বমোট ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এর মধ্যে ৭৯ নং সড়কে ‘লেক ভিউ ক্লিনিক’কে ৫০ হাজার টাকা, একই সড়কের একটি বাড়ির মালিককে ৫০ হাজার টাকা, ৮১ নং সড়কে ‘ডিজাইন স্কেইপ আরকিটেক্ট ইন্সটিটিউট’কে ৫০ হাজার টাকা, ৭৩ নং সড়কে সোনিয়া গ্রুপকে ২৫ হাজার টাকা এবং ৭৩ নং সড়কে ‘মেটাল হোল্ডিং’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব স্থানে অপরিষ্কার পরিবেশ এবং এডিস মশার লার্ভা ও এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ বিদ্যমান পাওয়া যায়।

এছাড়াও ডিএনসিসির বিভিন্ন স্থানে ১৪৫টি আবাসিক ভবন ও স্থাপনা পরিদর্শন করা হয়। 
পল্লবী এলাকায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ থাকায় এবং নির্মাণসামগ্রী ফুটপাত ও রাস্তায় রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোট ৬টি মামলায় ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুর এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ৪টি বাড়িকে নোটিস প্রদান করা হয়।

মোহাম্মদপুরে এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ ও অপরিচ্ছন্নতার অভিযোগে ৪টি বাড়ির মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ছাদে অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় মুচলেকা নিয়ে ছাদ পরিষ্কার করার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


   আরও সংবাদ