ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বরেণ্য শিক্ষাবিদ বোরহানউদ্দীন খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


প্রকাশ: ২৩ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বরেণ্য শিক্ষাবিদ বোরহানউদ্দীন খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্প-সমালোচক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, তাঁর কর্মময় জীবন আমাদের প্রেরণা যুগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।


   আরও সংবাদ