ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মার্কিন সিনেটে আঘাত হানল করোনা, আক্রান্ত র‌্যান্ড পল


প্রকাশ: ২৩ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মার্কিন সিনেটে আঘাত হানল করোনা, আক্রান্ত র‌্যান্ড পল

আন্তর্জতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হলেন মার্কিন সিনেটর র‌্যান্ড পল। পলের মাধ্যমে দেশটির সিনেটে প্রথম আঘাত হানল করোনা।

রোববার (২২ মার্চ) র‌্যান্ড পল’র দপ্তরের বরাতে এই তথ্য দেয় বিবিসি। এর আগে এক টুইট বার্তায় পল নিজেও জানান যে, তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।

এর আগে দেশটির হাউজ অব রিপ্রেজেন্টিটিভ এর দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কেন্টাকির রিপাবলিকান সিনেটর পল উচ্চ কক্ষের প্রথম আক্রান্ত ব্যক্তি।

র‌্যান্ড পল নিজেও একজন চিকিৎসক। তিনি জানিয়েছিলেন যে, তার মধ্যে করোনার উপসর্গ নেই। করোনায় আক্রান্ত হতে পারেন এমন কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও মনে করছেন না তিনি। 

কিন্তু নিজ ভ্রমণের কারণে সতর্কতার অংশ হিসেবে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। আর সেই ফলাফলেই আসে ‘পিজিটিভ’ প্রতিবেদন।


   আরও সংবাদ