ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইতালিতে আরও ৬৫১ জনের মৃত্যু, আক্রান্ত ৫৯১৩৮


প্রকাশ: ২৩ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ইতালিতে আরও ৬৫১ জনের মৃত্যু, আক্রান্ত ৫৯১৩৮

আন্তর্জতিক ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৭৬ জনের। নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৬০ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ১৩৮ জন।

রোববার (২২ মার্চ) ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এসব তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৮৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। এতে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৩৩ জনের। মোট আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯৭ হাজার করোনা আক্রান্ত রোগী।


   আরও সংবাদ