ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় প্লাইবারদের মিলনমেলা


প্রকাশ: ১৯ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় প্লাইবারদের মিলনমেলা


চৌগাছা (যশোর) প্রতিনিধি :  যশোরের চৌগাছায় প্লাইবার (সেনিটারি ফিটিং) শ্রমিকদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি শহরের ভাই ভাই স্যানিটারীর আয়োজনে উপজেলার নারায়নপুর কালু মিয়ার বাগান বাড়িতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ১০০ প্লাইবার মিস্ত্রি অংশগ্রহণ করে।

মিলন মেলায় বছরের সেরা দুই পারফারমার যৌথভাবে ইনামুল পারভেজ মামুন ও হাসানকে ১টি করে ফ্রিজ, ২য় শিপন হোসেন, ৩য় রফিকুল ইসলাম ও ৪র্থ পারফরমার সরোয়ার হোসেনকে ১টি এলইডি টেলিভিশন দিয়ে পুরস্কৃত করা হয়। 

এছাড়া অন্যদের প্রেসারকুকার, রাইচকুকার, ডিনারসেট, হটপট ইত্যাদি দিয়ে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছার ভাইভাই স্যানিটারীর সত্বাধিকারী নাজমুল হাসান। অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ওয়ান ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক আশিক ইকবাল, ব্রাঞ্চ সার্ভিস ম্যানেজার সাইফুল ইসলাম, কর্মকর্তা কাজী সালেহ মাহমুদ তুষার, আমদানিকারক প্রতিষ্ঠান রাজ স্যানিটারীর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, ব্যবস্থাপক জাকির হোসেন, ব্যান্ড ম্যানেজার সৌরভ রায়, মার্কেটিং অফিসার আহসান হাবিব, নাজমুল হাসানের সহধর্মিনী শামসুন নাহার লাকী, শহরের ইন্ডিয়া-চাইনাসুর ব্যবস্থাপক আহসান হাবিব বাবু, আকিজ সিমেন্টের ডিলার রনি মিয়া, প্লাইবার ইনামুল পারভেজ মামুন, হাসান, রফিকুল ইসলাম, শিপন হোসেন, সরোয়ার হোসেন, আলমগীর হোসেন, ওহিদুজ্জামান প্রমুখ।


   আরও সংবাদ