ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ চৈত্র ১৪৩২, ২০ জ্বমাদিউল সানি ১৪৪৭

এই ওষুধে মশা মরছে না, হাইকোর্টকে হেলালুদ্দীন


প্রকাশ: ১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


এই ওষুধে মশা মরছে না, হাইকোর্টকে হেলালুদ্দীন

মশা মারতে বিদেশ থেকে কার্যকর ওষুধ আনার বিষয়ে জানাতে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ হাইকোর্টে হাজির হন। এসময় তিনি আদালতকে জানিয়েছেন, এই ওষুধে মশা মারা যাচ্ছে না। দেশে ক্রাইসিস চলছে। এ বিষয়ে আমরা বসে নেই।

আজ বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ ব্যাখ্যা দেন।

আদালতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।


   আরও সংবাদ