ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

সিরাজগঞ্জে ১২ জন হোম কোয়ারেন্টাইনে


প্রকাশ: ১৬ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সিরাজগঞ্জে ১২ জন হোম কোয়ারেন্টাইনে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিদেশ থেকে আসা ১২ জনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, গত দুইদিনে জেলায় ১২ জন প্রবাসী দেশে ফিরেছেন। এদের মধ্যে বেলকুচির ৫, রায়গঞ্জের ২ ও উল্লাপাড়া উপজেলার ৫ জন রয়েছেন। 

তাদের শরীরে করোনা আক্রান্তের কোনো লক্ষণ না থাকলেও সতর্কতার জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। 

তিনি আরও বলেন, করোনার বিস্তার ঠেকাতে লিফলেট, পোস্টার ও প্যানাবোর্ডের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের একটি এবং প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। 

জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।


   আরও সংবাদ