ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ চৈত্র ১৪৩২, ২০ জ্বমাদিউল সানি ১৪৪৭

ফেরিতে ছাত্রের মৃত্যু, নৌ- মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পুনঃগঠন


প্রকাশ: ১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ফেরিতে ছাত্রের মৃত্যু, নৌ- মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পুনঃগঠন

স্টাফ রিপোর্টার : ‘অতিরিক্ত সচিবের জন্য বিলম্ব, প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রোগীর’ শিরোনামে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ২৯ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত দু’ সদস্যের তদন্ত কমিটি পুনঃগঠন করেছে নৌ-মন্ত্রণালয়। এই নতুন কমিটি ২৯ জুলাই থেকে কার্যকর হবে। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় আজ একটি অফিস আদেশ জারি করেছে।

পুনঃগঠিত তিন সদস্যের তদন্ত কমিটির আহবায়ক হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক। সদস্যরা হলেন- যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান এবং উপসচিব এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিম।

কমিটি সরেজমিনে তদন্ত করে আগামি সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে বলে জানা গেছে।


   আরও সংবাদ