ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

প্রয়োজনবোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: শিক্ষামন্ত্রী


প্রকাশ: ১৫ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


প্রয়োজনবোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

 

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কারণ এখনও ঘটেনি। যদি এমন অবস্থা দেখা যায় যে, এ রোগ সহনীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রয়োজনবোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার (১৫ মার্চ) বিকালে রাজধানীর মাওলানা ভাসানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের কোন সংক্রমণ নেই। তবে বিদেশ থেকে সংক্রমণ নিয়ে আসা রোগীদের সংক্রমণ বন্ধ করার চেষ্টা করছি। এজন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা স্থল বন্ধর বন্ধ রেখেছি, বিমানবন্দরেও যথাযথ ব্যবস্থা রয়েছে। আর যারা আসছেন তাদেরকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা রাখা হয়েছে। 

তিনি বলেন, বিদেশ থেকে আসা রোগীদের সংক্রমণ ঠেকাতে পারবো। এজন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে এ রোগ নিয়ে অনেকেই আতঙ্কিত হচ্ছে।  সবার কাছে বিনীতি অনুরোধ করবো, বিষয়টি নিয়ে আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না।

এসময় তিনি সকলকে সর্তক হওয়ার আহ্বান জানান। আতঙ্ক নয় সর্তক হতে হবে বলে তিনি উল্লেখ করে বলেন, সর্তকতা অবলম্বন করলে এটা ঠেকানো যাবে।


   আরও সংবাদ