ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত


প্রকাশ: ১৫ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে উপজেলার আন্দুলিয়া গ্রামের প্রাইমারী স্কুল পাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে (তিনটার দিকে) ভারত সিমান্তবর্তী মাকাপুর  বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন গাবতলা মাঠের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। 

এসময় মাদক ব্যবসায়ী দলের পক্ষ থেকে আইনশৃংখলাবাহিনীর উপর হামলা চালানো হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলির মুখে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, এক'শ বোতল ফেনসিডিল , ও একটি  গুলির খোসা উদ্ধার  করেছে।

ওসি রিফাত খান রাজীব জানান জহুরুলের বিরুদ্ধে চৌগাছাসহ বিভিন্ন থানায় ১০টি মাদক মামলাসহ একটি চুরির মামলা রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোতা মিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি।


   আরও সংবাদ