প্রকাশ: ১৩ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : লাগাতার বাজার কমতে থাকা দেশী পেঁয়াজের দাম এখন ৪০ টাকা। তবে এই দাম কমে এসেছিলো ২৫ টাকায়। যা গত দুই দিন আগেও বিক্রি করেছেন কারওয়ান বাজারের পাইকারী ব্যবসায়ীরা। তবে বৃহস্পতিবার কিছুটা দাম বেড়েছে। আর শুক্রবার সকালে পেঁয়াজের দাম হয়ে যায় ৪০ টাকা কেজি।
এদিকে, দেশী পেঁয়াজের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে বার্মা পেঁয়াজ। শুক্রবার বার্মা পেঁয়াজ ৬০ টাকা, পাকিস্তানি ৫০-৫৫ টাকা, ও চায়না পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা করে।
পেঁয়াজের পাইকারী ব্যবসায়ী সোহেল আলম বলেন, ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা ছিলো। এখনো আসেনি। তাই দাম আবারও বাড়ছে। যদি না আসে দেশী পেঁয়াজের দাম আবারও বাড়বে। যদি আসে, তবে পাইকারীতে ২০-২৫ টাকায় বিক্রি হবে দেশী পেঁয়াজ।
দাম এক ধাপ কমে স্থীতিশীল রশুন ও আদার দাম। রসুন দেশি ৯০-১০০ টাকা, চায়না ১৪০-১৫০, তিন কোয়া রসুন ১৮০, আদা ১৩০-১৪০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
রশুন ব্যবাসয়ী কুদ্দুস আলী বলেন, আদা-রুসুনের দাম আরো কমতে পারে। তবে বাড়বে না। এমনটাই বাজার বলছে। কিন্তু কাঁচা পন্যের কথা বলা যায়না। দেশি আদা-রসুনের দাম সব সময়ই একটু বেশি থাকে। তা আছে।
এলাচ আগের মতই এখনো ৪৪০০ থেকে ৪৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দোকানীরা বলছেন, দাম প্রায় ৬ হাজার টাকা হয়ে গিয়েছিলো। তা এখন কিছুটা কমেছে। আরো কমবে।
দাম কমে আসায় সস্তি প্রকাশ করেন ফাহমিদা খান। নিউমার্কেটে বাজার করতে এসে তিনি বলেন, পেঁয়াজের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে খুচরায় চড়া দামে এখনো পেঁয়াজ বিক্রির অভিযোগ করেন তিনি।