ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

আফগানিস্তানে ফের ২ মার্কিন সেনা নিহত


প্রকাশ: ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


আফগানিস্তানে ফের ২ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে অন্তর্ঘাতমূলক হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটিতে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো মিশন এক বিবৃতিতে দুই সেনা নিহতের বিষয়টি জানিয়েছে।

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পুলিশের উপ-প্রধান মোহাম্মাদ কাসেম এ তথ্য জানিয়ে তিনি বলেন, মার্কিন সেনারা আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গেলে সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দুই মার্কিন সেনা নিহত এবং একজন আহত হওয়ার খবর এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এটি অন্তর্ঘাতমূলক হামলা ছিল। আফগান সেনা বা আফগান সেনাবাহিনীর পোষাক পরিধানকারী সন্ত্রাসীরা মার্কিন সেনা বা ন্যাটো জোটের বাহিনীর ওপর গুলি বর্ষণ করেছে। তবে হামলার বিষয়ে পাওয়া তথ্যে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এ নিয়ে চলতি মাসে নিহত মার্কিন সেনার সংখ্যা তিনে দাড়িয়েছে এবং চলতি বছর অন্তত ১১ সেনা নিহত হলো। সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আমেরিকা ১৮ বছর আগে আফগানিস্তানে আগ্রাসন চালায়। তবে এখন পর্যন্ত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেনি। যদিও আফগানরা সেদেশে মার্কিন সেনা উপস্থিতিকেই অশান্তির মূল কারণ বলে মনে করেন।


   আরও সংবাদ