ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ চৈত্র ১৪৩২, ২০ জ্বমাদিউল সানি ১৪৪৭

দেশে উৎপাদিত দুধে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই: বিএআরসি


প্রকাশ: ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


দেশে উৎপাদিত দুধে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই: বিএআরসি

পাস্তুরিত দুধে কোনো ভারী ধাতু, অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ পাওয়া যায়নি; তাই দেশীয়ভাবে উৎপাদিত কোনো ব্র্যান্ডের দুধে স্বাস্থ্য ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি ইউনিট।

আজ বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে দুধ নিয়ে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ ফলাফল প্রকাশ করে একথা জানায় বিএআরসির পুষ্টি ইউনিট।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে বিএআরসির পুষ্টি ইউনিটের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম গবেষণা ফলাফল উপস্থাপন করেন।

তিনি বলেন, পাস্তরিত ও অপাস্তরিত দুধে কোনো প্রকার ভারী ধাতু ও সালফা ড্রাগ পাওয়া যায়নি। দেশে উৎপাদিত দুধে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই। এ নিয়ে উদ্বেগ বা কোনো উৎকণ্ঠা নেই।

মিল্কভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, ইগলু, আরডি, সাভার ডেইরি ও প্রাণ- এই কোম্পানির দুধ পরীক্ষা করেছে বিএআরসি।


   আরও সংবাদ