ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নরেন্দ্র মোদির ১৭ মার্চ বাংলাদেশ সফর বাতিল


প্রকাশ: ৯ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


নরেন্দ্র মোদির ১৭ মার্চ বাংলাদেশ সফর বাতিল

কূটনৈতিক প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ১৭ মার্চ বাংলাদেশে আসছেন না বলে জানিয়েছে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার।

সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়েছি যে, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের জন্য আয়োজিত বিশাল সমাবেশ স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত ছিলেন। তবে বাংলাদেশ সরকার আমাদের পরামর্শ দিয়েছে যে, এই স্মরণীয় অনুষ্ঠানের জন্য নতুন তারিখ পরে জানানো হবে। 

এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। করোনা মোকাবিলায় ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


   আরও সংবাদ