ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

মুজিব বর্ষ উপলক্ষে বাড়ির দেয়াল রং করতে গণবিজ্ঞপ্তি


প্রকাশ: ৪ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মুজিব বর্ষ উপলক্ষে বাড়ির দেয়াল রং করতে গণবিজ্ঞপ্তি

 

স্টাফ রিপোর্টারঃ মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে শহরকে দৃষ্টিনন্দন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার মূল সড়কের পাশে থাকা বাড়িঘরের দেয়াল রং করতে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

জাতীয় পত্রিকাগুলোয় মঙ্গলবার (৩ মার্চ) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি দেয় ডিএসসিসি। এ জন্য বাড়ির মালিকদের কাছে চিঠিও পাঠিয়েছে সংস্থাটি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সড়কসমূহের পার্শ্বে বাড়ি/স্থাপনা, গেইট ও বাউন্ডারি ওয়াল প্রয়োজনীয় সংস্কার ও রং করা প্রয়োজন।

স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তার জন্মশতবার্ষিকী উদ্‌যাপন কার্যক্রমে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের সকলেরই নাগরিক দায়িত্ব।’

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক জানান, ‘আমার মনে হয় নাগরিকদেরও এ উপলক্ষে নিজেদের বাড়িঘর রং করা উচিত। যাঁরা বাড়িঘর রং করাবেন না, তাঁরা জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করতে চান না বলে মনে করব।’


   আরও সংবাদ