ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত


প্রকাশ: ১ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় শহিদুল গাজী (৩৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

সোমবার বিকাল পাঁচ টায় খিলক্ষেত এলাকায় হোটেল লা মেরিডিয়ানে পাশে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।

পথচারীরা উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখান থেকে ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়ছেন পথচানি রাফি।

নিহতের ভাগ্নে রুবেল জানান, খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কর্মিটোলা নিয়ে যান পরে খবর পেয়ে সেখান থেকে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মিত্রতেতুলিয়া গ্রামের আলী গাজীর ছেলে শহিদুল। এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।

বর্তমানে খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় থাকতো।
পেশায় নিরাপত্তা কর্মী (সিকিউরিটি গার্ডে) চাকরি করতো।


   আরও সংবাদ