প্রকাশ: ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুর শ্রীপুর কর্তৃক আয়োজিত ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (ঊষা) বৃত্তি পরীক্ষা-২০১৯ পূর্বের ধারাবাহিকতায় এবারও অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০ টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রথম সারির প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
ঊষা বৃত্তি প্রকল্পের সভাপতি খায়রুল আনাম বলেন, ঊষা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শ্রীপুর উপজেলার মেধাবীদের বের করে আনার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।
তিনি বলেন, ঈদুল আযহার পরের দিন শ্রীপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিবছর ৫০ জনকে এ বৃত্তি দেয়া হয়।