ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শো‌রে কাউ‌ন্সিল‌রের ভাই ইমরান খুন


প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রে কাউ‌ন্সিল‌রের ভাই ইমরান খুন

খান সা‌হেব : যশোরে ইমরান হোসেন মুন্না (২৮) নামে এক যুবককে ছুরি মেরে খুন করেছে সন্ত্রাসীরা।

নিহত মুন্না যশোর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আব্বাস রাজের মাছের আড়তের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কাউন্সিলরের চাচাতো ভাই।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের চুড়িপট্টি আদমের চায়ের দোকানের সামনে মুন্নাকে ছুরি মারে দুর্বৃত্তরা। যশোর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারকালে তিনি মারা যান।

ইমরান হোসেন মুন্না একই এলাকার আফতাব উদ্দিন হিরুর ছেলে।

নিহতের চাচা রেজাউল ইসলাম রেজু  বলেন, ‘‘রাশেদ আব্বাস রাজের মালিকানাধীন ‘সেন্ট মার্টিন ফিস’ নামে মাছের আড়ত দেখাশোনা করতো মুন্না। দিন চারেক আগে পুলিশ ওই এলাকার পলাশসহ তিনজনকে আটক করে।

পলাশের ধারণা, মুন্না পুলিশকে সহযোগিতা করে তাকে ধরিয়ে দিয়েছে। রাতেই পলাশসহ ওই তিনজন থানা থেকে ছাড়া পেয়ে মুন্নাকে জীবননাশের হুমকি দিয়েছিল। 

আজ সন্ধ্যায় মুন্না পাশের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। 

এসময় পলাশ ও তার তিন সহযোগী মুন্নাকে এলোপাতাড়ি ছুরি মারে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের নার্স মিলন ঢালী একই বিভাগের ডাক্তার মাহমুদ হাসান পান্নুর উদ্ধৃতি দিয়ে বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে মুন্নার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান  বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযানে আছে।


   আরও সংবাদ